অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পুকুর খননকালে কয়েক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সা গ্রামের কাশেম শিকদারের ছেলে আলতাফ শিকদারের পুরাতন পুকুর নতুন করে খনন করান। গতকাল রবিবার বেলা আনুমানিক ২:৩০ টায় মাটি কাটতে গিয়ে শ্রমিকরা মূর্তিটির সন্ধান পায়। তখন তারা মাটি খুঁড়ে মূর্তিটি উপরে উঠিয়ে আনে। স্থানীয় হিন্দুরা এটিকে বিষ্ণু মূর্তি বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি কষ্টি পাথরে তৈরী। ওজন ৪২ কেজি ২৯০ গ্রাম। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। এখবর চতুর্দিকে ছড়িয়ে পরলে মূর্তিটি দেখার জন্য ওই এলাকায় কয়েক হাজার লোকের সমাগম হয়। খবর পেয়ে পুৃলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এসআই হাবিব মূর্তি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নেয়া হবে।
মূর্তি প্রাপ্তির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসন নিশ্চিত হয়েছেন বলে স্থানীয়সূত্রে জানা গেছে।