অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অন্ত:স্বত্তা গৃহবধূকে পিটিয়ে আহত করেছে একই বাড়ির প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় অন্ত:স্বত্তা গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সুজনকাঠী গ্রামে গত সোমবার সন্ধ্যায় একই বাড়ির পুতুল বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছয়মাসের অন্ত:স্বত্তা গৃহবধূ কবির মোল্লার স্ত্রী তানিয়া বেগমের কথাকাটাকাটি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে পুতুল বেগম তার স্বামী রাজু মোল্লা, হানিফ মোল্লা, আনোয়ার ও লামিয়া বেগমসহ ৬-৭জন মিলে অন্ত:স্বত্তা গৃহবধূ তানিয়া বেগমকে পিটিয়ে আহত করে। এসময় তাকে রক্ষা করতে গিয়ে তার মেয়ে কবিতা আক্তারও আহত হয়। গুরুতর আহত অবস্থায় অন্ত:স্বত্তা গৃহবধূ তানিয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রতিপক্ষ পুতুল বেগমও হাসপাতালে ভর্তি হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।