জাকির সিকদার : টঙ্গীর তুরাগ তীরে ৮ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আর ইজতেমাকে সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ। ময়দানের কাজে অংশ নিয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি এবং ৪ দিন বিরতি দিয়ে ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমার প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে যার আয়তন ১৬০ একর।স্যানিটারি, গ্যাস, বিদ্যুৎ সংযোগসহ অন্য কাজ সম্পন্ন করা হয়েছে। তাঁরা আরও জানান, সঙ্কুলানের অভাবে এই প্রথমবার দেশের ৬৪ জেলাকে সমান দুইভাগে ভাগ করা হয়েছে।
এর আগে গাজীপুর-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছিলেন, ময়দানে আসা মুসল্লিদের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়দানের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
আর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি দেখার জন্য মাঠ পরিদর্শন করতে গিয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মঈনুর রহমান চৌধুরী বলেছিলেন, ইজতেমায় যথাযত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। সরকারের ভাবমূর্তি কোনো অবস্থাতেই যেন বিনষ্ট না হয় এবং দেশ বিদেশের আগত মুসল্লিরা যেন নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, এ উপলক্ষে বিআরটিসি ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের আসা-যাওয়ার জন্য ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিশেষ বাস সেবা চালু করবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, ইজতেমায় মুসল্লিদের পরিবহন সেবা দিতে বিআরটিসির ২২৮টি বাস থাকবে। ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মোট চৌদ্দদিন এ সেবা দেবে বিআরটিসি।