আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক সমাবেশে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এর আগে, পুতিন ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত দু’দফা রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী এবং ২০১২ সাল থেকে তৃতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেবেন কী না এতদিন এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি পুতিন।
এদিকে, আগামী নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা না হলেও, আগামী মার্চে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, নির্বাচন যখনই হোক তাতে আবারও বিশাল ব্যবধানে পুতিন জয় পাবেন বলেই ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরর করা এক জরিপে দেখা গেছে ৮২ শতাংশ রুশ নাগরিক পুতিনকে তাদের প্রেসিডেন্ট হিসেবে চাচ্ছেন।