নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ২ মে ২০১৮ইং রোজ বুধবার আল-ওয়াফরা এলাকার একটি বাংলোতে কয়েক শতাধিক কুয়েত যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আল-ওয়াফরা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৮ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আল-ওয়াফরা শাখার আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক আবিদ হুসেন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত কেন্দ্রীয় যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।
সম্মেলন এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আশরাক আলী ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী শামছুল আলম, উপদেষ্টা- যুবলীগ কুয়েত, আব্দুল আলিম উপদেষ্টা- যুবলীগ কুয়েত, শামছুল হক, সভাপতি- চট্রগ্রাম আওয়ামীলীগ কুয়েত, মাসুদ করিম, সভাপতি- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত, আখলাকুল আম্বিয়া বাহার, সদস্য- যুবলীগ কেন্দ্রীয় কমিটি কুয়েত, মুরাদুজ্জামান চৌধুরী, সদস্য- যুবলীগ কেন্দ্রীয় কমিটি কুয়েত, মোহাম্মদ হাসান ইমাম, সদস্য- যুবলীগ কেন্দ্রীয় কমিটি কুয়েত, ওমর ফারুক, আহ্বায়ক- বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত, রমজান আলী, সাবেক যুবলীগ নেতা কুয়েত, মোঃ মশিউর রহমান, সাবেক যুবলীগ নেতা কুয়েত।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েতকে আরো সুসংগঠিত ও আসন্ন সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার কথা ব্যক্ত করে এসময় বক্তব্য রাখেন, শাহ্ আলম, সাইফুর রহমান সুমন, সাদত হুসেন বিক্রমপুরী, সামছুল আলমসহ অনেকে।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইমাম ইদ্দিন বাদল আল-ওয়াফরা শাখার ৭১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এবং নব গঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের নাম পড়ে শুনান।
সংগঠনের কুয়েত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল বলেন, দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তার গৌরবময় পথচলার ইতিহাস অনেক দীর্ঘ।
বিশ্বের মানচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং রক্তাক্ত সংগ্রামের ভিতর দিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যদ্বয়। সেই গৌরবময় সংগ্রামে অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করেছিল এ দেশের অকুতোভয় যুব সমাজ। শুধু মুক্তিযুদ্ধই নয়, মহান রাষ্ট্রভাষা আন্দোলন থেকে আইয়ুব বিরোধী গণ-আন্দোলনেও দেশে যুব সমাজই ছিল রাজপথে অগ্রগামী।
কাজেই দেশকে এগিয়ে নিয়ে যেতে ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাইলে যুবলীগকে অনেক কাজ করতে হবে।