বিশেষ প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী হয়ে ওঠা প্রবাসীদের কর্মসূচীতে আবারো উত্তপ্ত কুয়েত সিটি।
স্থানীয় সময় ১৩ই অক্টোবর শনিবার রাতে কুয়েত সিটির এক হোটেলে আন্তর্জাতিক মিডিয়া ফোরাম (আই,এম,এফ) এর উদ্যোগে প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠন কুয়েতের সভাপতি আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা কবি আব্দুল মালিক ও উপদেষ্টা কবি আব্দুর রহিম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সংগঠক নুরুল ইসলাম,সাংবাদিক মোহাম্মদ জালাল উদ্দিন,শরিফ মোহাম্মদ মিজান,রবিউল ইসলাম খাঁন,কবি সৈয়দ মোহাম্মদ মুজাহিদ,আনিসুর রহমান মিলন, মাসুদ করিম,আল ইমরান সিকদারসহ অনেকে।
আহাদ হত্যাকাণ্ডের পর দেড় মাস অতিবাহিত হলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে বিলম্বিত হচ্ছে। একথা উল্লেখ করে বক্তারা, কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ হত্যাকারীদের ধরে দ্রুত ফাঁসির দাবি জানান।
এদিকে আয়োজক সংগঠনের বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রতিনিধিরা যথাক্রমে, যুক্তরাজ্য থেকে সাংবাদিক সৈয়দ ছাদেক আহমেদ, ইতালি থেকে সাংবাদিক তুহিন মাহমুদ, ঢাকা থেকে- ডাক্তার ও লেখক ফারহানা মোবিন,উক্ত প্রতিবাদ সভা চলাকালীন টেলিকনফারেন্সের মাধ্যমে আহাদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।