ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সম্মেলন – ২০১৭ তে দু’দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে ইভান হেলথ সার্ভিসেস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।
গত শুক্রুবার ও শনিবার ঢাকার মিরপুরে অবস্থিত পুলিম স্টাফ কলেজ কনভেনশন হলের প্রাঙ্গণে রোটারি ক্লাব অফ ঢাকা প্যারাগণের সহতায় দু’দিন ব্যাপী এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প সম্পন্ন হয়।
দু’দিনের ক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক রোটারিয়ানদের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। স্বাস্থ্যসেবার মধ্যে ছিল, সুগার টেস্ট, প্রেসার মাপা, ডায়াবেটিক টেস্ট, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ইত্যাদি।
আইএইচএস হচ্ছে একটি মেডিকেল ট্যুরিজম কোম্পানী। বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায় তাদেরকে ভিসা সার্পোট থেকে শুরু করে সব ধরনের মেডিকেল সহয়াতা দিয়ে থাকে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই