বিনোদন ডেস্ক : ২০১৮ সালের ৪ মার্চ বসতে যাচ্ছে অস্কারের ৯০তম আসর। কিছু মনে না করলে বেশি দিন নয় যে বাকি আছে? বরাবরের মতো এবারও জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে লস এঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুনিয়া কাপানো তারকারা রেড কার্পেটে হাঁটবেন নজর কারা সাজে।
এতসব আয়োজন দেখতে চাইলে, ঘুম ভাঙ্গতে হবে ভোর সাড়ে পাঁচটায়। চোখ রাখতে হবে অস্কার ফেসবুক, ইউটিউব বা, অ্যামেরিকান ব্রডকাস্টিং কোম্পানির যে কোনো চ্যানেলে। রেড কার্পেটের অনুষ্ঠান চলবে নব্বই মিনিট। এ সময়ের মধ্যে অস্কার মনোনীতরা থাকবেন ভক্ত-দর্শকদের সাথে, ব্যস্ত থাকবেন সাক্ষাৎকারে। পুরস্কার ঘোষণা শুরু হবে বাংলাদেশ সময় ৫ মার্চ ভোর সাতটায়।
৯০তম অস্কার সঞ্চালনা করবেন জিমি মিকেল। হলিউডে এ সময়কার সবচেয়ে জনপ্রিয় টক-শো ‘জিমি কিমেল লাইভ’ এর সঞ্চালক সর্বশেষ অস্কারও সঞ্চালনা করেছেন জিমি।
কার ঘরে কি উঠবে?
এরই মধ্যে হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। প্রতিযোগিতায় সেরা ছবির দৌড়ে এগিয়ে থাকা ছবিগুলোর তালিকা প্রকাশ করে যাচ্ছে হলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সেখান থেকেই ভবিষ্যতবাণী।
সেরা সিনেমা
ডানকির্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ক্রিস্টোফার নোলানের এই ছবিটি বেশ এগিয়ে থাকবে এবারের অস্কার দৌড়ে। সেরা পরিচালকের পাশাপাশি আরো বেশ কিছু পুরস্কার ঘরে তুলতে পারে ছবিটি।
দ্য পোস্ট
অনেকেই সেরা ছবির তালিকায় এগিয়ে রাখছে। না রেখে উপায়ও বা কী? পরিচালক হিসেবে স্টিফেন স্পিলবার্গ এর পাশাপাশি আছে টম হ্যাংক্স আর মেরিল স্ট্রিপ জুটি। ছবির কাহিনী জুড়ে রয়েছে সংবাদপত্রের স্বাধীনতার সংগ্রাম। এ বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে আছে স্পিলবার্গ- টম হ্যাঙ্কস-মেরিল স্ট্রিপের এই ব্লাস্ট নিয়ে।
থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিশৌরি
ফ্রান্সিস ম্যাকডোরামন্ড অভিনীত টরেন্টো চলচ্চিত্র উৎসবে পিপলস চয়েজে সেরা ছবি ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং মিশৌরি’। আমেরিকান দর্শক বিভক্তের মধ্যে দিয়ে এই ছবিটির কাহিনী সামনের দিকে এগিয়েছে। ফ্রান্সিস ম্যাকডোরামন্ড এরই মধ্যে এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাবও পেতে পারেন অস্কার মঞ্চে।
ছবির গল্পে অনেকটা ভৌতিকতার ছোঁয়া আছে। শহরে হঠাৎ খুন হয়ে যায় এক তরুণী। কিন্ত পুলিশ কিছুকেই সে খুনিকে ধরতে পারছিল না। অবশেষে বাধ্য হয়ে মেয়েটির মা নিজেই নেমে পড়েন খুনির খোঁজে। আর চ্যালেঞ্জ জানান পুলিশ প্রশাসনকে।
কল মি বাই উইয়র নেইম
অসম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। যার পটভূমি জুড়ে রয়েছে ইতালি। নামী এক অধ্যাপকের সাথে প্রেমে জড়িয়ে যায় এক তরুণী। তাদের মাঝে বয়সের বিস্তর ফারাক। তবু এগিয়ে যায় প্রেম নিঃসঙ্গ দিনগুলির মতো।
লেডি বার্ড
রটেন টমেটো সাইটের রেটিং অনুযায়ী, ১০০ শতাংশ রেটিং এ এগিয়ে আছে লেডি বার্ড ছবিটি। তবে অস্কার কমিটি সব সময় চলচ্চিত্র সমালোচকদের কথায় কান দেন না। এ বছর ৯০ তম অস্কারে মনোনয়ন পেতে পারে লেডি বার্ড ছবিটিও।
দ্যা সেইপ অব ওয়াটার
একটি রহস্যময় জলজ প্রাণী এবং একটি চুপচাপ মেয়ের মধ্যে অন্যতম রোম্যান্সের কাহিনী নিয়ে দ্যা সেইপ অব ওয়াটার ছবিটি। স্যালি হকিন্সের অভিনয় করা এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। অনেকের ধারণা স্যালি হকিন্স এই বছর সেরা অভিনেত্রীর পুরস্কারটিও পেয়ে যেতে পারে।
এই তালিকায় আরও আছে ‘গেট আউট’,‘ডার্কেস্ট আওয়ার’,‘দ্যা ফ্লোরিডা প্রজেক্ট’ এর মতো সিনেমা গুলো। যে সিনেমা গুলোও ৯০ তম অস্কার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়ার দাবিদার।
তবে এবার এই আসর থেকে চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র কমিটি থেকে বাদ গেছে জেনিফার লরেন্সের ‘মাদার’ ছবিটি। আর এর সাথে অ্যাঞ্জেলিনা জোলির ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটিও কোথাও জায়গা করে নিতে পারেননি।
সেরা পরিচালক
গুলেরমো দেল তোরো ( দ্যা সেপ অব ওয়াটার), লুসা গুয়াডাগিনো (কল মি বাই ইউর নেইম), ক্রিস্টোফার নোলান( ডানকির্ক), স্টিভেন স্পিলবার্গ (দ্যা পোষ্ট), ডেনিস ভিলিনুয়েবা (ব্লেড রানার ২০৪৯)
সেরা অভিনেতা
টিমোত্তি চালামেট ( কল মি বাই ইউর নেম), ড্যানিয়েল ডে লুইস( ফ্যান্টম থ্রেড), জেমস ফ্রাঙ্কো (দ্যা ডিজেস্টার আর্টিস্ট), টম হ্যাঙ্কস ( দ্যা পোস্ট),গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)।
সেরা অভিনেত্রী
স্যালি হকিংস ( দ্যা সেপ অব ওয়াটার), ফ্রান্সেস ম্যাকডর্মান্ড ( থ্রি বিলবোর্ড আউটসাইড অব এবিং, মিশোর),মার্গোট রব্বি (আই, টোনিয়া), মেরিল স্ট্রিপ ( দ্যা পোস্ট)।
সেরা সহ অভিনেত্রী
ম্যারি যে ব্লিগ (মুডবাউন্ড)
অ্যালিসন জেনি (আই, টোনিয়া)
হোলি হান্টার (দ্যা বিগ সিক)
লোরি মেটক্যাল্ফ (ল্যাডি বার্ড)
অক্টাভিয়া স্পেনসার (দ্যা সেইপ অব ওয়াটার)
সেরা সহ অভিনেতা
উইলিয়াম ডেফো ( দ্যা ফ্লোরিডা প্রজেক্ট)
বেন মেন্ডেলসন (ডারকেস্ট আওয়ার)
জেসন মিচেল (মুডবাউন্ড)
স্যাম রকওয়াল ( থ্রি বিলবোর্ড আউটসাইড অব এবিং, মিশোর)
সেরা সিনেমাটোগ্রাফি
রজার ডেকিংস (ব্লেড রানার ২০৪৯)
ব্রুনো ডালবোনেল (ডার্কেস্ট আওয়ার)
ড্যান লাউস্টেন ( দ্যা সেপ অব ওয়াটার)
রাসেল মরিসন (মুডবাউন্ড)
হয়টে ভ্যান হয়টেমা (ডানকির্ক)
বিদেশী ভাষার সিনেমা
অ্যা ফ্যান্টাসটিক ওম্যান (চিলি)
ফাস্ট দে কিল মাই ফাদার (কলম্বিয়া)
ফক্সরোট (ইসরাইল)
ইন দ্যা ফেইড (জার্মানি)
দ্যা স্কোয়ার (সুইডেন)