সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীন থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রথমদিকে সবচেয়ে বেশি হলেও তা সামলে নিয়েছে চীন। কিন্তু বর্তমানে আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইতালির। কঠোর প্রচেষ্টা চালিয়েও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ইতালি। ইতালির প্রধানমন্ত্রী কণ্টির কণ্ঠে তাই হতাশা ও ভেঙ্গে পড়ার সুর।
জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেছেন, ‘আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি। আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে।’
তাঁর এ ভাষণ বিশ্বের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। স্তব্দ হয়ে গেছে পুরো বিশ্ব। করোনাভাইরাসে মৃত্যুর নীরিখে চীনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন মারা গিয়েছেন। করোনায় ২৪ ঘণ্টার মধ্যে এত মত্যু, বিশ্বের আর কোনো দেশে হয়নি। করোনাভাইরাসে ইতালির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লোম্বারদিয়া অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। মূলত লকডাউন কার্যকর করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে সামরিক বাহিনী।
উল্লেখ্য, ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৩৮ জন, মারা গেছেন ৫ হাজার ৪৭৬ জন এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৪ জন।