বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের (১৭৬.০০০)এক লক্ষ ছিয়াত্তর হাজার অবৈধ প্রবাসীরা কুয়েতে অবস্থান করছেন।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
ওই দৈনিকটি কুয়েত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর উদ্ধৃতি দিয়ে আরো জানায়, কুয়েত সরকার পহেলা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর, পরে দ্বিতীয় দফায় পহেলা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা দেয়।
এ পরিস্থিতিতে চলমান সাধারণ ক্ষমায় ১ শতাংশের চেয়েও কম প্রবাসীরা অর্থাৎ এক হাজারেরও কম প্রবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।
ফলে কুয়েত সরকার পূর্বঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ ৮ দিন বাকি থাকতেই আরো এক মাস সাধারণ ক্ষমার মেয়াদ বাড়িয়েছে।
এর ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি এর মধ্যে কুয়েতে থাকা অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর বরাত দিয়ে আরব টাইমস আরো জানায়, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া তিন লক্ষ প্রবাসীদের আকামার মেয়াদ থাকলেও এক লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসীদের আকামার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
স্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে আরব টাইমস এর প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় যে, কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাকৃত ৩৫ দেশের নাগরিকরা খুব শিগগিরিই দেশটিতে ফিরতে পারবেন।
আটকে পড়া কুয়েত প্রবাসীদের প্রথম ফ্লাইটটি আগামী ২৮শে জানুয়ারি শ্রীলংকা গৃহকর্মীদের নিয়ে আসবে।
পরবর্তীতে বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।