ডেস্ক নিউজ : মার্চ-এপ্রিলে দূতাবাসের মাধ্যমে ভোটার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা
অবশেষে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা হচ্ছে। প্রাথমিকভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ এশিয়ার মালয়েশিয়া— এ তিন দেশে থাকা বাংলাদেশিদের প্রথমে ভোটার করা হবে। ধাপে ধাপে সক্ষমতার পরিধি বাড়িয়ে অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার করবে নির্বাচন কমিশন (ইসি)।
গত বৃহস্পতিবার কমিশন সভায় নীতিগতভাবে প্রবাসীদের ভোটার করার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এ জন্য এ মাসের শেষদিকে রাজনৈতিক দল, বিভিন্ন মন্ত্রণালয়, সুশীল সমাজ ও ইসির অংশীজনদের নিয়ে একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে ইসি।
আগামী মার্চ-এপ্রিলে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করতে চায় ইসি।