স্পোর্টস ডেস্কঃ অপারেশনের পর দু’রাত হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
ক্রিকেট কাউন্সিল ইউকে’র সভাপতি নাইমুদ্দিন রিয়াজ আশা করছেন আগামী সপ্তাহেই বাংলাদেশে ফিরতে পারবে মুস্তাফিজ।
ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান ও ফিজিও দেবাশীষ চৌধুরীর সাথে হাসপাতালে মুস্তাফিজের সাথে দেখা করে এসে বিবিসি বাংলাকে তিনি বলেন মুস্তাফিজকে নিয়ে ভয়ের কিছু নেই।
তিনি জানান চিকিৎসকরা তার বর্তমান অবস্থায় সন্তুষ্ট।
রিয়াজ বলছেন লন্ডনের সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন মাঠে ফিরে আসতে দুই থেকে ছয় মাস সময় লাগতে পারে।
তবে এটি নির্ভর করবে মুস্তাফিজের নিজের ওপরই এবং বোর্ডও তাকে নিয়ে কোন তাড়াহুড়ো করবেনা বলেই মনে করছেন তিনি।
তিনি বলেন, “মুস্তাফিজ এখন ঘুমাচ্ছেন। তাকে নিয়ে ভয়ের কিছু নেই। এটা কোন ক্রিটিক্যাল অপারেশন নয়। মাত্র ২০/২৫ মিনিটের অপারেশন হয়েছে”।
রিয়াজ বলেন মুস্তাফিজের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।
কর্মকর্তারা বলছেন দু দিন পর আবার হাসপাতালে যাবেন মুস্তাফিজ অপাারেশন পরবর্তী কিছু পরীক্ষা করাতে।
তখন বোঝা যাবে তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন।