বিনোদন ডেস্ক : আর মাত্র তিনদিন বাকী অ্যারেঞ্জড মেকার মালেক আফসারী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’ মুক্তির। বিজয় দিবসে প্রয়াত অমর নায়ক মান্নাকে উৎসর্গ করে এই চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। আর এ চলচ্চিত্রের মুক্তির উপলক্ষে গত রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে একটি অভিজাত হোটেলে হয়ে গেল এক সংবাদ সম্মেলন।
এতে চলচ্চিত্রের কলাকুশলীদের পাশাপাশি এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক মাসুম বাবুল’সহ আরো অনেকে।
শান্তা জাহানের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটি নিয়ে পরীমণি বলেন,‘ আমি অন্তর জ্বালা’র একটি অংশ মাত্র। একটি চরিত্রে অভিনয় করেছি আমি। সবাই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এটি সময়োপযোগী একটি ভালো গল্পের চলচ্চিত্র। যারা নিজেদের ছোটবেলা ফিরে পেতে চান, তারা এই চলচ্চিত্র দেখুন। যারা সত্যিকার অর্থে বাংলাদেশের চলচ্চিত্র দেখতে চান তারা এই চলচ্চিত্র দেখুন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যারাই হলে এই চলচ্চিত্র দেখবেন তাদের সবারই ভালোলাগবে। যদি ভালো না লাগে আমি পরী টিকেটের টাকা ফিরতে দিবো।’
‘অন্তর জ্বালা’র নির্মাতা মালেক আফসারী বলেন, ‘আমি দীর্ঘদিন থেকেই সিনেমায় আছি। এই রকম অনুষ্ঠান আমরা আগে নিয়মিত করতাম। এই অনুষ্ঠানে এসে সবাইকে বলবো এটা টোটাল একটা বাংলা সিনেমা। ডিরেক্টর থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান সবাই আমরা বাংলাদেশী। আমার আত্মবিশ্বাস আমি মনে হয় দর্শকের কাছে যাওয়ার মতো কিছু করেছি। চলচ্চিত্রটির প্রযোজক জায়েদ খান। তিনি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন। পরীমণি, মৌমিতা মৌ, জয়,সহ আরো যারা আছেন তারা চলচ্চিত্রটিকে অলংকৃত করেছেন। আশাকরি দর্শক অনেক উপভোগ করবেন চলচ্চিত্রটি।
জায়েদ খান বলেন, চলচ্চিত্রটিতে নায়ক নয় একজন অভিনেতা হিসেবে দর্শক আমাকে পর্দায় দেখতে পাবেন।’ চলচ্চিত্রটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংলাপও তার।