জাকির সিকদার:যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি-সিক্সটি ডিগ্রি ও ক্রাইম সিনের এডিটর মিজান মালিক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পুরস্কার পেয়েছেন।
শনিবার টিআইবি ধানমন্ডি কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভীর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন । এ সময় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড.আকবর আলী খান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। টিআইবি ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম আর দুর্নীতি এবং সার্টিফিকেট ব্যবসা নিয়ে ২০১৪ সালের ১৮ এপ্রিল যমুনা টিভির ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রিতে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন ‘দশ দিনে বিবিএ পাশ’ এর জন্য মিজান মালিক এ পুরস্কার পান। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক সাংবাদিক বজলুর রহমান স্মৃতিপদক লাভ করেন মিজান মালিক। চলতি বছরের ৮ এপ্রিল রাষ্ট্রপতির কাছ থেকে তিনি ওই পুরস্কার গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্র মিজান মালিক এর আগেও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একাধিক পুরস্কার অর্জন করেন। নারী ও শিশু নির্যাতন বিষয়ক অনুসন্ধানী রিপোর্টের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পুরস্কার, অপরাধ বিষয়ক রিপোর্টের জন্য পরপর দু’বার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) এ্যাওয়ার্ড ও একটি এমএলএম কোম্পানির দুর্নীতি নিয়ে অনুসন্ধানী রিপোর্টের জন্য ২০১৩ সালে দুর্নীতি দমন কমিশন-দুদক মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করেন। সাংবাদিকতা ছাড়াও লেখক হিসেবে পরপর দু’বার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য সম্মাননা পান তিনি। ২০১৪ সালে ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন একটি শক্তিশালী জুরি বোর্ডের মাধ্যমে প্রথমে বাছাই করা হয়। পরে সেসব প্রতিবেদনের অনুসন্ধানী দিক, প্রতিবেদনের গভীরতা, তথ্য সংগ্রহ, ভাষার ব্যবহার, পেশাদারিত্ব প্রভৃতি দিক পরীক্ষা-নিরীক্ষা করে টিআইবির জুরি বোর্ড এ বছর তিনটি প্রতিবেদন নির্বাচিত করে। এর মধ্যে ইলেট্রনিক মিডিয়ায় মিজান মালিক ছাড়াও একই টিমের প্রতিবেদক সাজ্জাদ পারভেজ, ও ক্যামেরাম্যান কাজী ইসমাইল, চ্যানেল ২৪ এর রিপোর্টার জিএম মোস্তাফিজ, ক্যামেরাম্যান জাহাঙ্গীর আলম রতন দৈনিক প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলাম এ বছর পুরস্কার পান।