স্পোর্টস ডেস্ক: অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। সোমবার রাতে বার্নলির মাঠে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।
প্রথমার্ধে উভয় দলই অনেক সুযোগ নষ্ট করায় গোল শূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগকে গোলে পরিণত করে লিভারপুলকে এগিয়ে নেন মানে। ৬১তম মিনিটে ডি-বক্স থেকে বুলেট গতির শটে পোপকে পরাস্ত করেন সেনেগালের এই ফরোয়ার্ড। ৮৮তম মিনিটে গুডমুন্ডসনের গোলে বার্নলি সমতা ফেরে।
এতে উভয় দলই ১-১ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ের চতুর্থ মিনিটে লভরেনের ক্রসে ক্লাভানের দারুণ হেড ঠিকানা খুঁজে পেলে আবার এগিয়ে যায় লিভারপুল। দলের হয়ে এস্তোনিয়ান ডিফেন্ডারের প্রথম গোলে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল লিভারপুল। ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।