খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠী ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ বিশ্বজিৎ পালের কাছ থেকে ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র।
বুধবার দুপুরে তিনি অগ্রণী ব্যাংক ঝালকাঠী শাখায় ব্যবসায়ীক প্রয়োজনে টাকা জমা দেয়ার জন্য ব্যাংকে গেলে প্রতারকচক্র ক্যাশ কাউন্টারের সামনের টেবিলের উপর ২লক্ষ টাকা রেখে ব্যাংকের জমা স্লিপ লেখার সময় কৌশলে ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
বিশ্বজিৎ পাল অভিযোগ করে বলেন, ২ লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে রেখে জমা স্লিপ লেখার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে বলে যে নিচে আপনার টাকা পড়ে গেছে। তাহার কথামতো সে নিচে তাকালে কিছু খুচরা টাকা দেখে বলেন এই টাকা আমার নয়। এই সময় রহস্যজনকভাকে আকস্মিক ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হইয়া যায়। তখন অন্ধকারে মোবাইল ফোন বের করে আলো জ্বালিয়ে টেবিলে রাখা ২ লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকার একটি বান্ডিল দেখিতে পাই না। বিষয়টি তাৎক্ষনিক তিনি ব্যাংকের সিকিউরিটি গার্ড ও ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন।
ব্যাংক ম্যানেজার অবহিত হওয়ার পর ভিডিও ফুটেজ চেক করিয়া দুই জন অজ্ঞাত ব্যক্তিকে টাকা চুরির সাথে সংশিষ্টতার সন্দেহ হয় বলিয়া তাকে জানান। কিন্তু তাহাদের চেহারা দেখে কোন পরিচয় পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করে বলেন, অজ্ঞাত দুই জন ব্যক্তির সাথে ব্যাংকের কেহ (১,০০,০০০/-টাকা) চুরির সাথে জড়িত থাকতে পারে তিনি সন্দেহ করেন। কারন টাকা চুরির সময় ব্যাংকের বিদ্যুৎ সংযোগ আকস্মিক ভাবে বিচ্ছিন্ন হয় এবং আনুমানিক ৫/৭ মিনিট পর বিদ্যুৎ সংযোগ চালু হইয়াছে। এ ঘটনায় তিনি আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই