জাকির সিকদার : মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন দগ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ ও আহতের মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের বাসটি উক্ত এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়িতে আগুন ধরে গেলে অন্তত ১৫ যাত্রী দগ্ধ হন। আর বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন নারী-শিশুসহ আরও ৫ যাত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায়
আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সড়ক থেকে বাসটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।












