কোভিড মহামারীর ধকল কাটিয়ে উঠতে বিভিন্ন দেশ থেকে তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার।
স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়।
এক আদেশে বলা হয়েছে, ইউরোপের নাগরিক নয়-এমন ৪ লাখ ৫২ হাজার শ্রমিক ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে ইতালিতে নেওয়া হবে। এর মধ্যে আগামী বছর ইতালিতে প্রবেশের অনুমতি পাবে এক লাখ ৩৬ হাজার জন। পরের বছর এ সুযোগ পাবেন এক লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে এক লাখ ৬৫ হাজার শ্রমিক।
এ বছরের জন্য ঘোষিত ১ লাখ ৩৬ হাজার জনের মধ্যে ৮২ হাজার শ্রমিক ইতোমধ্যে ভিসা পেয়েছেন, বাকিদের ভিসা প্রসেসিং হচ্ছে।
এছাড়া ২০২২ সালের কোটায় চলতি বছর আরও ৪০ হাজার শ্রমিককে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলোনির মন্ত্রিপরিষদ।
ইতালিতে সবচেয়ে বেশি শ্রমিক আসতে পারবে কৃষি ও পর্যটন খাতের কাজের জন্য। এছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনা-নেওয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং পর্যটন হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্য-দ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক আসতে পারবে।
এর সঙ্গে বিদেশিদের জন্য নতুন শ্রম খাত যোগ করা হয়েছে ইতালিতে, যার মধ্যে আছে যাত্রীবাহী বাস চালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা করা এবং মাছ বাজারজাত করা।
তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাস চালকরা আসতে পারবে না। তবে কোনও বাংলাদেশি যদি এমন দেশে থাকে, যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে- সেই দেশ থেকে আবেদন করা সম্ভব।
যেসব দেশ ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে চুক্তি করেছে, সেসব দেশের নাগরিকদের জন্য কিছু কোটা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে মেলোনির মন্ত্রিপরিষদ।
সূত্র, বিডিনিউজ২৪ ডটকম