সড়ক দুর্ঘটনা রোধে নানাবিধ পদক্ষেপের ফলে দুর্ঘটনা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা সত্য নয়। ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। পুলিশ সদর দফতরের প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩ হাজার ৩৮১টি, ২০১০ সালে ২ হাজার ৮২৭টি, ২০১১ সালে ২ হাজার ৬৬৭টি, ২০১২ সালে ২ হাজার ৬৩৬টি, ২০১৩ সালে ২ হাজার ২৯টি এবং ২০১৪ সালে ২ হাজার ২৭টি।
ক্রমান্বয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস পাচ্ছে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশিত ‘রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেথ রেট বাই কান্ট্রি’ প্রতিবেদন অনুসারে পৃথিবীর ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৯০তম বলেও জানান মন্ত্রী।