বিশেষ প্রতিনিধিঃ ১৩ই আগষ্ট স্থানীয় সময় বিকেল ৪ টায় আখাউড়া উপজেলা ডাকবাংলোয় সুহৃদ ০২, আখাউড়ার একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
“আত্নিক বন্ধনে, মানবিক স্পন্দনে ” এই স্লোগানকে সামনে রেখে সুহৃদ বন্ধুদের পারস্পরিক কল্যাণ নিশ্চিতের পাশাপাশি একটি সুন্দর সমাজ বিনির্মানে সারথি হতে চায়।
সুহৃদ সাধারণ সভায় সুহৃদ সমন্বয়ক কমিটি পুনর্গঠন ও সংযোজন করা হয়। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সুহৃদ এর গঠনতন্ত্র প্রণয়নের কার্যকর উদ্যোগ নেয়া হয়। নেয়া হয় বার্ষিক কর্ম পরিকল্পনা।।
আখাউড়া উপজেলার ১৭ টি স্কুলের শিক্ষার্থীদের ফোরাম, সুহৃদের
এই আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে সুহৃদ, আখাউড়ার প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, আখাউড়ার প্রাক্তন ছাত্র নাজমুল হাসান (রাফি)।
সহকারী সমন্বয়ক হিসেবে ৫ জনকে নির্বাচিত করা হয়
যথাক্রমে আব্দুল্লাহ কায়সার স্নিগ্ধ, নাজনীন আক্তার শম্পা, শিপন দেওয়ান, রেজাউল করিম শুভ্র ও মোঃ রাব্বীকে।
ঘোষণা করা হয় আখাউড়া উপজেলার বিভিন্ন স্কুল থেকে প্রতিনিধিত্বকারী ২১ জন সুহৃদ নির্বাহী সদস্যের নাম।
সংগঠনটির কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার প্রয়াসে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা বিষয় উঠে আসে আলোচনায়। উক্ত আলোচনা সভায় সুহৃদ সংগঠনের ৪১ জন গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন।
সুহৃদ প্রধান সমন্বয়ক নাজমুল হাসানের সভাপতিত্বে সমন্বয়ক, নির্বাহী সদস্য ও অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিপন দেওয়ান, আমীনুল ইসলাম সাজি, নাজনীন আক্তার শম্পা, ফজলে রাব্বী, বাহাউদ্দিন মাসুম, সামিয়ুল রাব্বানী(রাব্বী), আতিক খান, রফিকুল ইসলাম (রানা),
রাকিব হোসেন রুবেল, হাবিবা সুলতানা টুম্পা, কাজী শারমিন, নাদিয়া তাবাসসুম উর্মি, মোঃ দুলাল, ইয়াসিন খাদেম, শাহিন শাহরিয়ার, এজাজ বাবু, সাইফুল আলম পলাশ, মোঃ আল আমিন, সুলতান মাহমুদ, আরিফ ভূইয়া, মনিরুজ্জামান মিন্টু, হেলাল মিয়া, আল আমিন লেলিন, জাবেদ, আলমগীর অপু, কামরুল হাসান, গোপাল চন্দ্র দাস , বাইজিদ অপু,জিয়াউল, আলামিন, লিমন ভূইয়া, শাহাবুদ্দিন রিফাত সহ প্রমুখ সুহৃদ সদস্যগণ।
বন্ধুত্ব, সহযোগিতা ও সাম্যের ভিত্তিতেই প্রানের সংগঠন সুহৃদকে সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে সবাই ঐক্যমত পোষণ করে। সভায় বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কল্যাণমুখী সংগঠন সুহৃদ এর মাধ্যমে বন্ধুত্বের এই বন্ধনকে অটুট রেখে নিজেদের কল্যাণের পাশাপাশি সমাজ কল্যাণে ভূমিকা নিশ্চিতকল্পে সুহৃদ এর সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে একটি খসড়া গঠনতন্ত্র প্রনয়ণ করা হয়েছে। পূর্নাঙ্গ গঠনতন্ত্র তৈরিতে গঠনতন্ত্র উপ কমিটি করা হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কার্যকর আলোচনা ও সৌহার্দপূর্ণ পরিবেশ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।