জগলুল হুদা, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা: আলোচিত যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাসিঁর কার্যকর করা রয়েছে। এক সময়ের দাপুটে এই বিএনপি নেতার সমস্ত দর্প চূর্ন হয়ে এখন তিনি ফাঁসির কাষ্টে ঝুলার মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি হল। তার পক্ষের সমস্ত আবেদন নিবেদন ব্যর্থ হল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় থেকে দুই বারের নির্বাচিত সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফাসির রায় কার্যকর হওয়ায় খুশির জোয়ার বইছে। গত বুধবার থেকে রাঙ্গুনিয়ায় নিরাপত্তা ব্যাবস্থা কঠোরতম। কোন অঘটন বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে বিপুল সংখ্যক পুলিশ সহ অসংখ্য প্রশাসনিক নজরদারী অব্যাহত আছে।
উপজেলার চন্দ্রঘোনা, মরিয়ম নগর, গোচরা চৌমুহনী, শান্তির হাট, পারুয়া,আলমশাহ পাড়া, রানীর হাট, ও পৌর সদর ইছাখালীতে প্রচুর পুলিশের পাশাপাশি ব্যাপক সংখ্যক প্রশাসনিক নজরদারী বারানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অঘটন, অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সজাগ রয়েছে।
ফাঁসির দড়িতে ঝুলার সাথে সাথে রাঙ্গুনিয়াবাসী আনন্দের ঢেউ তুলেছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা এই আনন্দ মিছিলে অংশ নেয়। মিষ্টি বিতরনের পাশাপাশি একে অপরকে মিষ্টি খাওয়ানোতে উৎফুল্ল দিন কাটিয়েছে সবাই। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বললেন, যুদ্ধাপরাধীর যথাযথ বিচার করেছেন এক মাত্র শেখ হাসিনা সরকার। তিনি তার কথা রেখেছেন এবং প্রমাণ করেছেন শুধু কথায় নয়, আওয়ামীলীগ সঠিক সময়ে সঠিক কাজে বিশ্বাসী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামশুল আলমও একই সুরে সুর মেলালেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামীলীগের শাসনামলে শেখ হাসিনায় নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই সত্য প্রমাণিত হলো সাকা চৌধুরীর ফাসিঁর মধ্য দিয়ে। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী শাহ জানালেন, “মাত্র ৪৪ বছর পরে এই ঐতিহাসিক বিচারে অত্যন্ত আনন্দিত হয়েছি, তবে আশ্চার্য হয়নি। জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় হস্তক্ষেপে যুদ্ধাপরাধীদের যথাযথ ফাঁসির কার্যকর আইনগত এবং স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার বললেন, সাকার ফাসিঁ কার্যকর হওয়ায় ৭১ এর নির্যাতিত শহীদদের আত্মা শান্তি পেয়েছে। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন রাঙ্গুনিয়ার বিভিন্ন অঞ্চলে খন্ড খন্ড আনন্দ র্যালী ও মিষ্টি বিতরন করেছে। মিছিলে আওয়ামীলীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আকতার হোসেন খাঁন, পৌর আ’লীগ সভাপতি আসলাম খাঁন, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো.সেলিম, রাঙ্গুনিয়া যুবলীগ সভাপতি সামসুদ্দোহা সিকদার আরজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক আবু মনসুর, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, পৌর যুবলীগ সভাপতি রাসেল খাঁন, সাধারণ সম্পাদক মো. জাফর, এহসান হাবীব, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ইব্রাহীম, আয়ুব, রাসেল,রাসু, মো.রাসেল, সোহেল প্রমুখ।