মিজানপনা, রাজাপুর(ঝালকাঠী) থেকেঃ গণযোগাযোগ অধিদফতরের ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার জেলা তথ্য অফিসের উদ্যোগে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান। কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা তথ্য অফিসার মোঃ হাসিবুল হাসান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ইউনিসেফের পুষ্টি পরামর্শক মোঃ এনামুল হক ও মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বিশেষ আলোচক ছিলেন। ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রবীণ সাংবাদিক মোঃ আলী হায়দার তালুকদার, রাজাপুর প্রেস ক্লাব সভাপতি আবদুল বারেক ফরাজী, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আবদুল আউয়াল গাজী ও সাবেক সাধারণ সম্পাদক রহিম রেজা, ইউপি সদস্য তাসলিমা বেগম, ইমাম মাওলানা আবদুল বারেক, কাজী মাওলানা আবু সালেহ প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, কাজী, ধর্মীয়নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, জন্মনিবন্ধন, পরিবেশ, স্যানিটেশন, যৌতুক, বাল্যবিবাহ প্রভৃতি বিষয়ে আলোচনার পর সুপারিশমালা প্রণয়ন করা হয়। সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের মোঃ জাকির হোসেন।