রাঙ্গুনিয়ায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় জনতা। শুক্রবার (২ জুন) বিকাল উপজেলার সরফভাটা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ধরতে গিয়ে তার ছোড়া গুলিতে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় নতুন আরো একটি মামলা দায়ের হয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁঞা বলেন, উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মিঠা বাচা বাপের বাড়ির মৃত নুরুল আলমের পুত্র মো. মহিউদ্দিন প্রকাশ মঈনুদ্দিন (২৯) এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদে থানায় খবর আসে মঈনু্িদ্দনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। শুক্রবার বিকাল ৪টায় রাঙ্গুনিয়া থানার এস.আই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সরফভাটার সিকদার পাড়া মসজিদের কাছে অবস্থান নেন। অবৈধ অস্ত্র নিয়ে ঘুরাফেরা অবস্থায় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে পালানোর চেষ্ঠা করে। এসময় পুলিশের সাথে বিক্ষুব্দ জনতা তার পিছু নেয়। এসময় মঈনুদ্দিন পিছনে ঘুরে জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্ঠা করে। তার ছোড়া গুলিতে একই এলাকার মফজ্জল আহমেদের পুত্র মো. রুবেল (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে জনতা তাকে সিকদার পাড়ার জৈনক আইয়ুব আলীর বাড়ির উঠান থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় পুলিশ তার কাছ থেকে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে। গুলিবিদ্ধ যুবক মো. রুবেলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক মঈনুদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।