জগলুল হুদা, রাঙ্গুনিয়া : কর্ণফুলি নদীতে অহরহ বর্জ্য ফেলার কারনে দূষিত হচ্ছে নদী। নদী রক্ষায় ও মানুষকে সচেতন করা জন্য নৌকা বাইচ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। এ ধরনের প্রতিযোগিতা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ইভটিজিং থেকে দূর রাখবে। কর্ণফুলী নদীতে এক সময় ছিল নৌকা বাইচের জমজমাট প্রতিযোগিতা। এক সময়ের আবহমান বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা এ প্রজন্মের কাছে নামে মাত্র পরিচিত। এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা রাঙ্গুনিয়ায় আবারো জমজমাট আয়োজন হওয়ায় নতুন প্রজন্মের কাছে নৌকা বাইচ প্রতিয়োগিতা উৎসবে পরিণত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিক ফিল্ড এলাকায় আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ এমপির পিতা এড্ভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ একথা বলেন । এড্ভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির চেয়ারম্যান ও পৌরসভার মেয়র শাহজাহান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন. চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মসিউদ্দৌলাহ রেজা। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) উম্মে কুলসুম, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, ইদ্রিছ আজগর, কামরুল ইসলাম চৌধুরী, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন স্বপন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ডা. মো. সেলিম, আকতার হোসেন খাঁন, আয়োজক কমিটির কো-চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী,সদস্য সচিব মো. ইউনুছ, যুগ্ন সচিব এমরুল করিম রাশেদ, ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম, রহিম উদ্দিন চৌধুরী,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, রাঙ্গামাটি, বোয়ালখালী সহ বিভিন্ন এলাকা থেকে ১০ টি নৌকা বাইচ প্রতিযোগি দল অংশগ্রহন করে। বৃষ্টি উপেক্ষা করে দুপুর ২ টা থেকে নদীর দুই পাড়ের অর্ধ লক্ষাধিক মানুষ সমবেত হয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচে রাঙ্গামাটির একটি দল প্রথম স্থান লাভ করে।