রাঙ্গুনিয়া পৌরসভার ৯ ওয়ার্ডের শতাধিক দু:স্থ ও অসহায় শতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার। মঙ্গলবার (১০ জানুয়ারি) পৌরসভা কার্যালয়ে কম্বল বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. সেলিম, কাউন্সিলর নুরুল আবছর জসিম, মো. নজরুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন, মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদের পক্ষ হতে সরকারী ত্রান তহবিল থেকে এসব কম্বল বরাদ্দ করা হয়েছে বলে জানা যায়। প্রকৃত দু:স্থ ও অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার।