জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধায় রাঙ্গুনিয়া পৌরসভার হলরুমে আয়োজিত সভায় আগামী ১৫ আগস্ট দিনব্যাপী এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। পৌর আওয়ামীলীগ ও রাঙ্গুনিয়া পৌরসভার যৌথ আয়োজনে কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৫ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ইছাখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পন, সকালে পৌর কার্যালয়ে মিলাদ মাহফিল ও কোরানখানি ও পরে ইছাখালীর নূর জাহান কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে কাঙ্গালী ভোজ করানো হবে। এদিন পৌরসভায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মো. সেলিমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ নেতা ফারুক সিকদার, আব্দুল মালেক, আবু তাহের তালুকদার, মো. এনাম, লোকমানুল হক তালুকদার, জগলুল হুদা, ফজলুল করিম তালুকদার, মো. শহিদুল্লাহ, সাইদুর রহমান মিন্টু, নাছিমা বেগম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুণ মাতব্বর, উসমান গণি, জেসমিন আক্তার, নুরুল আবছার জসিম, মোহরম মিয়া, নজরুল ইসলাম, আবু সালেহ প্রমুখ। নেতৃবৃন্দ পৌরসভা আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচীকে সফল করতে জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।