নিজেস্ব-প্রতিরেদন: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) উদ্যোগে বাণিজ্য মেলার আয়োজন চলছে। এতে ক্ষুদ্ধ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিজনেস ফোরাম নামীয় ব্যবসায়ীদের প্রতিষ্ঠান মেলা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।
দাবি মানা না হলে তারা আন্দোলনের হুমকি দিয়েছেন। জানা গেছে, বিজনেস ফোরাম মেলা বন্ধের দাবিতে ১১ আগষ্ট মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দুই শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষরসহ স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, মৌলভীবাজারের সাধারণ ব্যবসায়ীরা যাবতীয় কর প্রদান ও নিয়ম মেনে ব্যবসা-বাণিজ্য করছেন। এখানে ছোট শহরে ক্রেতা কম। তার ওপর রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে ব্যবসায় মন্দাভাব লেগেই আছে। ব্যবসায়ীরা ব্যাংকঋণের কিস্তি ও পাইকারি মহাজনের টাকা সময়মতো শোধ করতে পারেন না। তা সত্ত্বেও কয়েক হাজার ব্যবসায়ী ঈদ ও দূর্গাপূজা সামনে রেখে বেশি বিক্রির আশায় বাড়তি পুঁজি বিনিয়োগ ও কর্মচারী নিয়োগ দিয়ে থাকেন। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটিরুজির বিষয়কে তোয়াক্কা না করে প্রায় প্রতিবছরই একশ্রেণির ফড়িয়া স্কুলমাঠে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন। এ কারনে অনেকে দেউলিয়া হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, স্কুলের খেলার মাঠের প্রায় অর্ধেক জায়গা জুড়ে মেলার দোকানের জন্য বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে। একজন শ্রমিক জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁরা দোকান তৈরির কাজ করছেন।
মৌলভীবাজার বিজনেস ফোরামের আহ্বায়ক নজরুল ইসলাম কামরান সাংবাদিকদের জানান, ঘন ঘন মেলায় ব্যবসায়ীদের মধ্যে অস্বস্তি ও অস্থিরতা বিরাজ করছে। অবরোধ হরতালে এ বছর ভালো ব্যবসা হয়নি। গত রোজার ঈদে ব্যবসা ভালো ছিল না। ঈদ ও পূজার আগে মেলা হলে ব্যবসায়ীরা পথে বসবেন। তিনি জানান, একই মাঠে এ বছরের ফেব্রুয়ারি মাসে বিজয় মেলা শেষ