আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে আরো নয়টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নিয়েছেন ইরান। বর্তমানে মহাকাশে চারটি কৃত্রিম উপগ্রহ রয়েছে দেশটির।
গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।
আজ ৩ ফেব্রুয়ারি ইরানের জাতীয় মহাশূন্য প্রযুক্তি দিবস। ২০০৮ সালে মহাকাশে নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ উমিদ (আশা) পাঠানোর দিনটিকে মহাশূন্য প্রযুক্তি দিবস হিসেবে পালন করে দেশটি।
ইরানের ষষ্ঠ উন্নয়ন পরিকল্পনার আওতায় ২০২২ সালের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্রথম কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই পরিকল্পনার আওতায় ২০১৬ সালে ‘পার্স-এক’ উপগ্রহ নির্মাণের কাজ শুরু করে দেশটি। উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে এই উপগ্রহটি।
এ ছাড়াও আরও যেসব কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা রযেছে তাদের মধ্যে রয়েছে দুস্তি (বন্ধুত্ব), নাহিদ-এক, নাহিদ-দুই, পায়াম (বার্তা), তুলু (উদয়), মেজবাহ-দুই (প্রদীপ-২), জোফর ও সোহা।
এছাড়া বর্তমানে মহাকাশে ইরানের মালিকানাধীন সাফির (দূত), রাসাদ (পর্যবেক্ষণ), নাভিদ (সুসংবাদ) ও ফাজর (ভোর) নামের চারটি কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে।