আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী ভারতকে সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করে বলেছে, কারো উচিত নয় অন্য দেশের সশস্ত্র বাহিনীর সামর্থ্যকে ছোট করে দেখার।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজের জেনারেল আসিফ গাফুর এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভারত যদি সীমান্তে কোনো আগ্রাসন চালায় তাহলে আমরা অবশ্যই এর পাল্টা জবাব দেবো।
ভারত থেকে হঠাৎ আক্রমণ করা হলে রাষ্ট্র কতোটা প্রস্তুত এমন একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কারো আমাদের সামর্থ্য নিয়ে অবমূল্যায়ন করা উচিত নয়, এমনকি ভারতেরও না। ভারতের পক্ষ থেকে যদি কোনো হুমকি দেখা যায় তাহলে তা প্রতিউত্তরের জন্য সম্পূর্ণ প্রস্তুত’।
গাফুর অভিযোগ করে বলেন, ২০১৮ সালে সীমান্তে ভারত ৩০ জন বেসামরিক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান এই অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য ইতিবাচক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত যদি আফগানিস্তান অথবা সীমান্ত দিয়ে পাকিস্তানে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাহলে তা মোটেও উচিত কাজ হবে না।