তুমি বলেছিলে, ভূলতে দেবেনা আমায়
জন্ম জন্মান্তরে তুমি আমার তাই।
তাইতো বৃন্দাবনে আমি একা
শ্যামের বাঁশি বাঁজাই।তুমি পাশে নেই তাই…….
তুমি বলেছিলে, সাগর পাড়ের সুর্যাস্ত দেখবে
তার রঙ নিয়ে, সিথিতে সিদূর আঁকবে।
সে রঙ আমি চোখে মুখে লাগাই।তুমি আরো বলেছিলে,হিজল বনে ফুল কুড়াবে
মালা গেথে আমায় পরাবে,
সে ফুল তুলে, আজ আমি শুকাই।নারকেলের ডালটাতে, যেখানে বাবুইপাখি বাসা বাঁধে
চলো, আমরা বাসর রচাই,তুমি বলেছিলে!
সেখানে বাবুই জোড়া আর নাই।তুমি পাশে নেই তাই……
তুমি বলেছিলে, সপ্ন যুগের কাব্য হবে
কোটি বছর বেঁচে রইবে, উপন্যাসের পাতায়
তাইতো, আমি লিখে যাই।তুমি পাশে নেই তাই……