এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলার বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারি ইউনিয়নের বর্ষ পূর্তি উপলক্ষে বার্ষিক সাধারন সভা ১৫ এপ্রিল বিকাল ৩টায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মচারি ইউনিয়নের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে সাধারন সভায় আমন্ত্রীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র সরকার, বীরগঞ্জ উপজেলা কাল্ব এর সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। কর্মচারি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কাল্ব এর ডিরেক্টর টংক নাথ রায়ের পরিচালনায় বার্ষিক পরিকল্পনা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুুল আজিজ। এসময় বক্তব্য রাখেন সদস্য আসেকুন নাহার, ওহেদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগন সরকারী ভাবে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারিদের নিয়োগ দান, বর্তমান বেতন স্কেলে তাদের সমন্নতা না থাকায় হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি সারাদেশের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারিদের এক হওয়ার জন্য আহব্বান জানান। সভার শুরুতে ইউনিয়নের ৩ জন সদস্য ফজলুল করিম, নুর উদ্দিন গনেশ চন্দ্র রায়ের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে আত্মার শান্তি কামনা করেন।