আজাহারুল ভূঁইয়া শোভন : ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বাল্য বন্ধু বিএনপি নেতা এডভোকেট সৈয়দ মিজানুর রহমান।
দু’জন দুই ধারার রাজনীতি করার কারনে সামাজিক অনুষ্ঠান ছাড়া দীর্ঘদিন তাদের দুজনকে প্রকাশ্যে একত্রিত হতে দেখা যায়নি।
কিন্তু মঙ্গলবার বাল্যবন্ধু ফেনী উপজেলা বিএনপি’র সভাপতি এড.সৈয়দ মিজানুর রহমান এর মৃত্যুর সংবাদ শুনে চট্রগ্রাম থেকে বিমানযোগে জরুরী ভিত্তিতে ঢাকায় পৌছে ইউনাইটেড হাসপাতালে মরদেহ দেখতে ছুটে যান সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
এসময় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।