আ হ জুবেদঃ কুষ্টিয়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফাহাহীল মহানগর আওয়ামী যুবলীগ কুয়েত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
রোববার কুয়েতের ফাহাহিল এলাকার জনতা রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসাইন বিক্রমপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত যুবলীগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য নজরুল ইসলাম শাহীন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য নবিউল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন, সদস্য মুরাদুজ্জামান চৌধুরী, শহীদুল ইসলাম, ফাহাহীল মহানগর শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম, জিলিব আল শুয়েখ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন, ফাহাহীল মহানগর যুবলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম উজ্জ্বল।
বক্তব্য রাখেন, আব্দুল মোতালেব, কাজী মুনির, মুনির হোসেন, পলাশ সহ আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানান, পাশাপাশি এহেন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তি দেয়ার দাবি জানান।
বক্তারা বলেন, মৌলবাদীদের সমস্যা ভাস্কর্য নয়, তাদের সমস্যা বঙ্গবন্ধু, তাদের সমস্যা ১৯৭১, তাদের সমস্যা বাংলাদেশের এগিয়ে যাওয়া, সবকিছু মাথায় রেখেই তারা বঙ্গবন্ধুকে টার্গেট করেছে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনা, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ, বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা, আমাদের চেতনাকে যারা চ্যালেঞ্জ করে, যারা লাল সবুজের পতাকায় আঘাত করে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।
”মৌলবাদীদের আস্তানা’ ভেঙে দাও গুড়িয়ে দাও” অনুষ্ঠান আয়োজক সংগঠনের নেতা-কর্মীর মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি হয়।