মাহবুব সরকার, আমিরাত থেকেঃ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)এর উদ্যোগে জমজমাট বার্ষিক বনভোজন ও মিলনমেলা শুক্রবার( ১৮ জানুয়ারি) দুবাই মুশরিফ পার্কে অনুষ্টিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, আইকিউ টেস্ট, পিঠা উৎসব, প্রবাসী স্বামীর কাছে চিঠি লিখন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকী কূপণ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের আলোচনা ও পুরুস্কার বিতরণী পর্ব প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও নাসিম উদ্দিন আকাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব(শ্রম)ফকির
মোহাস্মদ মনোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, প্রকৌশলী অাবু নাছের, সারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক মোস্তাফা মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মফজল আহমদ, আমিরাত গাউছিয়া কমিটির সেকেটারী জেনারেল আলহাজ্ব জানে আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াসীন, বিএনপি নেতা জাহেদ চৌধুরী, ব্যবসায়ী আবুল হাশেম, ব্যবসায়ী ওসমান তালুকদার, গাউছিয়া কমিটি আবুধাবী শাখার সভাপতি মোহাম্মদ আজিম, কমিউনিটি নেতা মাহাবুবুল আলম মানিক, মোহাম্মদ জাকির, মোহাম্মদ শওকত মোল্লা, মোজাহের উল্লাহ মিয়া, নুরুল আলম, প্রকৌশলী মনোয়ার হোসেন, হাজী শফিকুল ইসলাম,শাহাজাহান মিয়াজি, এস এম কামাল, মাজাহার ইসলাম মাহাবুব, প্রকৌশলী ইকবাল, মোহাম্মদ জায়েদ চৌধুরী,জনতা ব্যাংকের দুবাই ব্যাবস্থাপক মোহাম্মদ আবদুল মালেক, আবুধাবী জনতা ব্যাংকের ব্যাবস্থাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, উপদেষ্টা মোহাম্মদ নুরুল আবচার তৈয়বী, উপদেস্ঠা মাহবুব হাসান হৃদয়৷ কবি মোহাম্মদ মুসা, লেখক জাফর উদ্দিন ভূঁইয়া, কবি মির্জা মু: আলী, কবি মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, কাউসার নাছ নাছের, মোহাম্মদ সাইফুদ্দীন, মহিন উদ্দিন মহিন, শেফালী আকতার আখি, ইমাম হোসেন জায়েদ পারভেজ, নাছের উল্লা নাছের, দিপক চন্দ্র শীল, জয়নাল আবদীন, জাহাংহীর হোসাইন প্রমুখ।
বক্তব্য রাখেন ছালাহউদ্দিন,গিয়াস ,ইকবাল বকুল, মঈনুল হোসেন, নুরুল্লাহ, সৌরভ টুটুল খান শাহাজাহান, আরিফ সিকদার বাপ্পী প্রমুখ।
অনুণ্ঠানের ভুরিভোজন পর্বে মোহাম্মদ সৌরভের নেতৃত্বে ভোজন পরিবেশনে সহযোগিতা করেন প্রসাসের সকল সদস্য ও সম্পাদক মন্ডলীরা।
অনুস্ঠানে স্বরচিত কবিতা ও আই কিউ ইভেন্ট পরিচালনা করেন কবি মোহাম্মদ মুসা, কবি জাফর ভুইয়া, কবি মির্জা, মিসেস সৌরভ।
মহিলাদের চিঠি লেখা ইভেন্ট পরিচালনা করেন মোহাস্মদ নুরুল আবচার তৈয়বী।
পিঠা উৎসব প্রতিযোগিতা পরিচালনা করেন মাহবুব হাসান হৃদয়, মিসেস পারভেজ পপি, মিসেস শবনম, মিসেস কাউছার নাস, নিশাত জাহান নিশো, আকলিমা সুলতানা প্রমুখ।
মহিলাদের পিলো পাসিং পরিচালনা করেন মোহাম্মদ পারভেজ, মিসেস শেফালী আকতার আখি, গিয়াস উদ্দিন সিকদারসহ অনেকে।
খেলাধুলার ইভেন্টে হাড়ি ভাঙ্গা, দৌড় প্রতিযোগিতাসহ অন্যান্য ইভেন্ট পরিচালনা করেন গিয়াস উদ্দিন, নুরুল আবচার, আরিফ বাপী, মাইন উদ্দিন, নুরুল্লাহ খান শাহাজাহান, ইকবাল বকুল প্রমুখ।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত মিডিয়া কর্মী তাদের পরিবার পরিজন, বিভিন্ন স্ংগঠনের নেতৃবৃন্দ, বিবিন্ন প্রতিস্টানের উদ্দত্বতন কর্মকর্তা কর্মচারীসহ নানান পেশার প্রবাসীদের উপস্থিতিতে মুশরিফে পার্কের অনুষ্ঠানস্হলটি মিনি বাংলাদেশে পরিণত হয়।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং লাকী কূপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাঝে অনুষ্ঠানেে সমাপ্তি হয়।