এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ দুদুকের করা মুদ্রা পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেওয়া রায়ের সাজা বাতিল এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় তিতুমীর কলেজের ছাত্র্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম মাহবুব ও সাংগঠনিক সমপাদক আমিনুল ইসলাম রানা নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি মহাখালীর আমতলী থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে মহাখালী রেলগেটে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে নেতারা বলেন, জিয়া পরিবারকে বিতর্কিত করতে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে মিথ্য মামলা সাজিয়ে এ রায় দেওয়া হয়েছে। এ দেশের ছাত্র সমাজ তারেক রহমানকে নিয়ে যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করবে।
তারা আরো বলেন, তারেক রহমান এক এগার সরকারের ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার তার বিরুদ্ধে সীমাহীন অপপ্রচারের পাশাপাশি কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েলের নির্দেশে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা সিরাজ, রহিম, মাইনুল, রকি সহ আরো অনেকে।
উল্রেখ্য, অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানার সাজা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি ইনায়েতুর রহিম। মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ ছিল ঘুষ হিসেবে গ্রহণের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের। অপরদিকে এ মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ডসহ ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্টের বেঞ্চ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই