রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের নোমান চৌধুরী হালদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে নোমান হালদা নদীতে ৪-৫ জন বন্ধুসহ গোসল করতে নামেন। সাঁতার না জানায় তিনি ডুবে যান বলে জানিয়েছেন তার বন্ধু জোবায়ের চৌধুরী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নোমানকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
নোমানের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে হলেও নগরীর চান্দগাঁওয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। তার পিতার নাম ওমর চৌধুরী। হাটহাজারী উপজেলায় নোমানের সহপাঠির বড় ভাইয়ের বিয়েতে নোমানসহ কয়েকজন বন্ধু বেড়াতে গিয়েছিলেন। পরে হলদা নদীতে ৪-৫ জন বন্ধু গোসল করতে নেমে এক পর্যায়ে তারা হালদা নদী পার হতে চেষ্টা করেন, নদীর দুই অংশ পার হওয়ার পর পরই নোমান ডুবে যায়। এসময় দুই বন্ধু ধরে রাখার চেষ্টা করলেও পারেনি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেছেন, হালদায় চবির এক শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে তারা আগ্রাবাদ ফায়ার সার্ভিসকে খবর দেন। ওই শিক্ষার্থীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা।