অগ্রদৃষ্টি ডেস্কঃ হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাভাবিক রাজনীতি করার পরিবর্তে ফাউল এবং অস্বাভাবিক রাজনৈতিক খেলা খেলছেন। জাসদের সভাপতি ইনু বলেন, বেগম জিয়া ৯২ দিনের ধ্বংসাত্মক ও নৈরাজ্যের অবসানের পর এখন নির্বাচন নিয়ে কথা বলছেন। কিন্তু নির্বাচন ২০১৯ সালে হবে। কোন সুপার পাওয়ার সাধারণ নির্বাচন প্রতিরোধ করতে পারবে না। তথ্যমন্ত্রী সোমবার বিকেলে নগর ও জেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইনু আরও বলেন, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা হবে না। ঘাতক, যুদ্ধাপরাধী এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না। খালেদা জিয়া নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে তেঁতুল হুজুর, জঙ্গি এবং যুদ্ধাপরাধীরা ক্ষমতায় ফিরে আসবে। তিনি জেলার জনগণের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবে, না সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। তিনি বিধ্বংসী ও সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে সতর্ক থাকতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বেগম জিয়া এখন জঙ্গি, তালেবান ও সন্ত্রাসীদের দিয়ে পরিবেষ্টিত আছেন।