কুয়েতে ফের নতুন করে কারফিউ, লকডাউন ও বিমানবন্দর বন্ধ হচ্ছে না।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ্ আল-খালেদের নেতৃত্বে সংসদীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এই খবরটি প্রকাশ করে।
এছাড়া উক্ত সংসদীয় কমিটির নেওয়া সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে ওই দৈনিকটি জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব দেশের প্রবাসীরা কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে স্থানীয় নাগরিক ও গৃহকর্মী ভিসার প্রবাসীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পূর্বের ১৪ দিনের পরিবর্তে ৭দিন নির্ধারণ করা হয়। আর এটি ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে।
অন্যদিকে, সব বাণিজ্যিক কার্যক্রম রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
তবে ফার্মেসি, কোওপারেটিভ ও ফুড সাপ্লাই স্টোর গুলো যথারীতি আগের ন্যায় খোলা থাকবে।
রেস্টুরেন্ট ও কফিশপ রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে শুধুমাত্র টেকাওয়ে ও ডেলিভারির জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও একসাথে জড়ো হওয়া ও জাতীয় দিবস উদযাপনও নতুন নিয়মের আওতাধীন থাকবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আকস্মিক কুয়েতে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হন ৮১১ জন,বুধবার ৭৫৬ জন। যদিও সাতদিন আগেও আক্রান্তদের সংখ্যা এর অর্ধেকের চেয়েও কম ছিল।
এ পরিস্থিতিতে দেশটির নীতিনির্ধারকদের অনেকে মনে করছেন কুয়েতের বাহির থেকে কিছু সংখ্যক প্রবেশকারীদের কারণেই আক্রান্তদের সংখ্যা বেড়ে গেছে।
কারণ সম্প্রতি কুয়েতের বাহির থেকে দেশটিতে যারা প্রবেশ করেছেন, তাদের অনেকের শরীরে করোনা ধরা পড়েছে। যদিও তারা করোনা আক্রান্ত নয় এই মর্মে সনদ নিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন।
?️আ হ জুবেদ