বিশেষ প্রতিনিধিঃ সচিবালয়ে সাড়ে পাচঁ ঘণ্টা আটক রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ‘হেনস্তা’ করা ও মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ
জানান কুয়েত প্রবাসী সংবাদকর্মী এনটিভি প্রতিনিধি মঈন উদ্দিন সুমন, বাংলাটিভি প্রতিনিধি আ হ জুবেদ, মাইটিভি প্রতিনিধি আল আমিন রানা, আরটিভি প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন,সময়টিভি প্রতিনিধি শরিফ মিজান, ৭১টিভি প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি নিউজ প্রতিনিধি মোহাম্মদ হেবজু, একুশে টিভি প্রতিনিধি আনোয়ার আহমেদ, আনন্দটিভি প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার,জয়যাত্রাটিভি প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমি, অগ্রদৃষ্টি প্রতিনিধি বিলাল উদ্দিনসহ অনেকে।
তারা বলেন, রোজিনার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ আনার পাশাপাশি হেনস্থা করার ঘটনায় জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিচারের দাবি জানাচ্ছি।
এছাড়াও রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান।











