বিশেষ প্রতিনিধি: কুয়েতের শহরাঞ্চলের কোলাহল থেকে দূরে দেশটির কৃষি অধ্যুষিত মনোরম এলাকা ওয়াফরা-তে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর বাৎসরিক পিকনিক ২০২৫।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই উৎসবে অংশগ্রহণ করেন এবং দিনভর নানান কার্যক্রমে মেতে ওঠেন। পিকনিকে আগতদের জন্য ছিল দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার পিঠার সমাহার, যা প্রবাসে দেশীয় স্বাদ এনে দেয়। এছাড়াও, প্রবাসী বাংলাদেশী শিল্পীদের মনোমুগ্ধকর দেশীয় গানের পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজক সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত-এর সভাপতি লুতফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
এছাড়াও, প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আজিজুর রহমান, হাফিজুন্নাহার ছবি, মো. বেলাল হোসেন, মোশাহেদ হোসেন, মো. আব্দুল কাইয়ুম, ইউছুফ পাটুয়ারী, রবী কানন সহ নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে পিকনিককে সফল করে তোলেন।











