আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি আজ (রোববার) দিনের প্রথম দিকে প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় মধ্যাঞ্চলীয় ওয়াসিত প্রদেশে বিধ্বস্ত হয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্স্ত হয়েছে তা প্রাথমিক বিবৃতিতে পরিষ্কার করা হয় নি।
ইরাকি বিমান বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারে দু জন পাইলট ও পাঁচজন সামরিক কর্মকর্তা ছিলেন। তারা বলছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
ইরাকে গত কয়েক বছর ধরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যে সামরিক অভিযান চলে আসছে তাতে হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ ব্যবহার হয়েছে। (পার্সটুডে)