নবীগঞ্জ রিপোর্টার্স।। নবীগঞ্জের ইনাতগঞ্জে শাহান মিয়া (২০) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ । শাহান ইনাতগঞ্জ ইউনিয়নের বটপাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শাহান মিয়া নবীগঞ্জ থানায় মামলা নং ৩১ ও জি,আর ১০৮/১৪ (নবীগঞ্জ) মামলায় দীর্ঘ এক বছর ধরে পলাতক ছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় উমরপুর গ্রাম এলাকা থেকে শাহানকে গ্রেফতার করে।