অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গান্ধী তপাদার (৬০) দীর্ঘদিন হার্ট ও ডায়াবেটিকস সমস্যায় ভুগে শনিবার ভোর রাতে নিজবাড়িতে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের পারিবারিক সমাধিস্থলে গতকাল রোববার দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, মো. রুস্তম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আবু সালেহ লিটন, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।