বিশেষ প্রতিনিধিঃ রাজধানী ঢাকাতে হৃদরোগের চিকিৎসা,গবেষণা ও হৃদরোগের উপর উচ্চতর প্রশিক্ষণ এর জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট বিশেষ পরিচিত।
গত ৬ জুলাই সকাল নয়টায় অনুষ্ঠিত হয় “Certificate Course on Cardiovascular Diseases ”
(হৃদরোগ বিষয়ক প্রশিক্ষণ) এর পরীক্ষা, সনদপএ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
উক্ত হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের ছাএী ছিলেন রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালের গাইনী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা মোবিন।
তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ও লেখক) প্রফেসর ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) ডাঃ এম এ মালিক (প্রতিষ্ঠাতা ও সভাপতি, হার্ট ফাউন্ডেশন হসপিটাল), উনার সুযোগ্য সন্তান প্রফেসর ডাঃ ফজিলাতুন নেসা মালিক।
তিনি উক্ত হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞদের প্রধান।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের আরো কিছু সংখ্যক হৃদরোগ বিশেষজ্ঞ, স্টাফ, প্রশিক্ষণের ছাএ ছাএীরা ( চিকিৎসক)।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রফেসর এম এ মালিক বলেন, ” সেবা মহান একটি কাজ। আপনারা আন্তরিকতার সাথে রোগীকে সেবা দিবেন। শত ভাগ মনোযোগ দিয়ে কাজ করার ও শেখার চেষ্টা করবেন। তাহলে সফলতা আসবেই।
আপনারা যে ধরণের বীজ বপন করবেন, সে ধরনের ফল ভোগ করতে পারবেন, তাই সফলতার ফল যেন ভোগ করতে পারেন, সেভাবে সময় কে কাজে লাগান। ”
প্রফেসর ডাঃ ফজিলাতুন নেসা মালিক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ” ভালো চিকিৎসক হবার জন্য আপনাদের এই জ্ঞান পিপাসা কোনো দিন যেন শেষ না হয়।
আপনারা যেন সফলভাবে রোগী কে সুস্থ করে তুলতে পারেন, সেই ভাবে আপনাদের কে কাজ করতে হবে। ”
চিকিৎসক ফারহানা মোবিন ও চিকিৎসক মাহফুজ ভুইয়া কে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়, বক্তব্য দেওয়ার জন্য। ডাঃ মাহফুজ ভুইয়া হাসপাতাল এর সকল কে কৃতজ্ঞতা জানান, এই প্রশিক্ষণ ও আয়োজন এর জন্য।
ডাঃ ফারহানা মোবিন বলেন, ” আমাদের দেশে পুরুষ হৃদরোগ বিশেষজ্ঞের তুলনায় নারীর সংখ্যা এখনো অনেক কম। এই ধরনের আয়োজন গুলো নারীদের কে হৃদরোগে উচ্চতর লেখাপড়া করতে সহযোগিতা করবে।
তিনি এই প্রশিক্ষণ ও আয়োজন এর জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা
জানান। ”
ডাঃ ফারহানা মোবিন অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, স্যাটেলাইট টেলিভিশন বাংলাটিভির বিশেষ অনুষ্ঠান, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ”প্রবাসীর ডাক্তার” অনুষ্ঠানের উপস্থাপিকা, ”কুয়েত বাংলা নিউজ” এর সম্পাদক, অগণিত পাঠকের প্রিয় লেখিকা।
অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক আ হ জুবেদ এর সুযোগ্য নেতৃত্বে তিনি সিলেটের কিছু দরিদ্র জনগোষ্টিকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। সামাজিক কাজকর্মের পাশাপাশি বিশ্বের প্রায় এক কোটি প্রবাসীদের মুখপাত্র হিসেবে পরিচিত, প্রবাসীদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাটিভির মাধ্যমে প্রবাসীদের সেবায় ”প্রবাসীর ডাক্তার” অনুষ্ঠানের জন্য কাজ করছেন।
ডাঃ ফারহানা মোবিন দেশ বিদেশের সকলের নিকট দোয়াপ্রার্থী।