
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তথ্য অনুযায়ী কুয়েতে অপুষ্টিজনিত কারণে মৃত্যু, মোট মৃত্যুর 0 বা 0.00% এ পৌঁছেছে।
অন্যদিকে, বাংলাদেশের প্রায় চার ভাগের একভাগ মানুষ অপুষ্টির শিকার। সেই হিসাবে দেশে অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্তের সংখ্য প্রায় ৩ কোটি ৬০ লাখ।
অপুষ্টির কারণে মানুষের শরীরে কি কি হয়?
ম্যারাসমাস বা হাড্ডিসার রোগ
• শিশুর শরীর বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ বয়স অনুপাতে বৃদ্ধি হয় না।
• শরীরের ওজন মারাত্মকভাবে হ্রাস পায়।
• শরীরের মাংস পেশী শুকিয়ে কঙ্কালসার হয়ে যায়, মনে হয় যেন শরীরে শুধু হাড় ও চামড়া আছে। …
• পেট বড় হয়ে যায়।
• শিশুর মেজাজ খিট খিটে হয়ে যায়।
• ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে।
বিশ্বব্যাংক বলছে, সারা বিশ্বে প্রায় ৮২ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টিতে ভোগে।
