বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে স্বাস্থ্য বীমা নবায়ন ফি দ্বিগুণ হওয়ার শেষ মুহূর্তে সরকারি দপ্তরগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ ২৩ ডিসেম্বর থেকে ১০ কুয়েতি দিনারের পরিবর্তে ২০ দিনার ফি কার্যকর হওয়ার ঘোষণায় গত দুই দিনে প্রায় ৭০,০০০ প্রবাসী তাদের বীমা নবায়ন সম্পন্ন করেছেন। কুয়েতের ছয়টি গভর্নরেটের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগগুলোতে সোমবার ছিল নজিরবিহীন চাপ, যেখানে বিশেষ অগ্রাধিকার পেয়েছেন যাদের আকামার মেয়াদ শেষ পর্যায়ে। কারিগরি দলের বিশেষ নজরদারিতে বিশাল এই চাপের মধ্যেও অনলাইন সিস্টেমটি সফলভাবে কাজ করেছে।
অন্যদিকে, নতুন আইন অনুযায়ী এখন থেকে সব ধরনের এন্ট্রি ও ভিজিট ভিসার জন্য প্রতি মাসে ১০ কুয়েতি দিনার ফি দিতে হবে। পাশাপাশি গৃহকর্মীদের (২০ নম্বর রেসিডেন্সি) জন্য কুয়েতের বাইরে থাকার সর্বোচ্চ সময়সীমা কমিয়ে চার মাস নির্ধারণ করা হয়েছে। স্পন্সরের অনুমতি ছাড়া এই সময়ের বেশি দেশের বাইরে থাকলে তাদের আকামা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, তবে আইন কার্যকর হওয়ার আগে যারা কুয়েতের বাইরে গেছেন তারা এই নিয়মের আওতামুক্ত থাকবেন।











