বিনোদন ডেস্ক : বহু চড়াই উতড়াই পার করে পদ্মাবতী থেকে হলো পদ্মাবত। সমালোচনা-আলোচনা অতিক্রম করে দখল করে নিলো এই সিনেমা। সন্দেহাতীতভাবে বলা যায় ‘পদ্মাবত’ রণবীর সিংয়ের অন্যতম সেরা ও সফল ছবি হয়ে থাকবে।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, সঞ্জয়ের এই ছবিটি তার কাজের জন্য বলিউডে স্মরণীয় হয়ে থাকবে।
গতকাল ছিল ‘পদ্মাবত’ মুক্তির ৫০তম দিন আর এ দিনেই ৩০০ কোটি রুপি আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে ছবিটি। এটি বলিউডের ইতিহাসের সপ্তম ছবি যেটি ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করল।