খেলাধুলা ডেস্ক: তহুরা খাতুনের হ্যাটট্রিকে স্বাগতিক হংকংকে উড়িয়ে দিয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শেষ ম্যাচে ৬-০ ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
চার দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় তিনটি ম্যাচই জিতল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছিল রব্বানীর দল। দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে হারিয়েছিল মেয়েরা। ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করা তহুরা রোববার ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে নেন বাংলাদেশকে। ৩৯তম মিনিটে সাজেদা খাতুন, ৪০তম মিনিটে তহুরা লক্ষ্যভেদ করলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ে মেয়েরা।
দ্বিতীয়ার্ধে হংকংকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি বাংলাদেশ। ৬৭তম মিনিটে শামসুন্নাহার, ৭২তম মিনিটে আনুচিং মোগিনি গোল করলে জয় নিশ্চিত হয়ে যায়। ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে জয়ের ব্যবধান আরও বাড়ান তহুরা। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ২৪ গোল দিয়ে হজম করেছে মাত্র দুটি।