অগ্রদৃষ্টি ডেস্ক: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করল সামাজিক সংগঠন ‘স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’। শনিবার শ্যামলীর একটি হোটেলে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে একসাথে ইফতার করেন সংগঠনটির সদস্যরা আশেপাশের বিভিন্ন দরিদ্র পরিবারের শিশু ও স্বদেশ মৃত্তিকা বিদ্যানিকেতনের ছাত্র/ছাত্রীরা ইফতারে অংশ গ্রহন করে। পড়ানোর পাশাপাশি শিশুদের নিয়ে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে শিশুদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও নাস্তা সরবরাহ করার চেষ্টা করা হয়।
২০১১ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়ানো শুরু করলেও ২০০৪ এ এটি ‘স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’ নামে সমাজ সেবা থেকে অনুমোদন পান । এরপর থেকে ধারাবাহিকভাবে চলছে সংগঠনের কাক্রম।
সংঠনটির চেয়ারম্যান মো. আকবর হোসেন জানান, বর্তমানে সংগঠনটিতে বিভিন্ন ক্লাসে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী রয়েছে। সপ্তাহে ছয় দিন সংগঠনটির প্রায় ৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষক পড়ান শিশুদের।
শিশুদের নিয়ে এসব আয়োজনের ব্যয় সংগঠনের উপদেষ্টা ও বিভিন্নজনের করা দানের টাকা থেকেই সরবরাহ করা হয় জানিয়ে সংগঠনের বর্তমান মহাসচিব হেলাল উদ্দিন আহমদ বলেন, বছরের বিভিন্ন সময় বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান করি । প্রতিবছর রমজান মাসে শিশুদের সাথে এক সাথে ইফতার করি আমরা।
এ সময় উপস্থিত ছিলেন ‘স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’ উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজুল্লাহ হায়দার, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী ফিরোজ মাহমুদ, উপদেষ্টা ও আবাসন নিউজের সম্পাদক, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমান্বয়ক এবং নিরাপদ ডেভলাপমেন্ট এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সালমা রহমান, শেখ মো. ইউসুফ হোসাইন, প্রেসিডেন্ট ইয়েস ( YSSE), জান্নাতুন নাঈম ইরা, ভাইস-চেয়ারম্যান, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, শিউলী সুলতানা, কোষাধ্যক্ষ, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, আবুল খায়ের, দপ্তর সম্পাদক, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থ, জাহাংগীর কবির, যুগ্ম-সম্পাদক, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, তানিয়া শেখ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, মশিয়ুর রহমান, সাংগঠনিক সম্পাদক, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, মিজানুর রহমান জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, সিরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, শেখ আরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয় সম্পাদক, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, অয়ন মাহমুদ, সদস্য, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, কামরুল ইসলাম অপু, সদস্য, স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, তানভীর সিদ্দিকী সেকত, সামসুন্নাহার সাথি,শিক্ষক, স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন, নিথী রাহিম,স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন, আর জে তারিক, আর জে সামসুন্নাহারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই