সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপতরের উদ্যোগে সদর উপজেলার দলিত, হরিজন, বেদে ও হিজড়া ব্যক্তিদের মাঝে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পরিষদের ডিজিটাল কর্ণারে এই চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম ও মোখলেছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সমাজের অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দলিত, হরিজন, বেদে ও হিজড়ারাও এদেশের মানুষ। অনাগ্রসর এব গোষ্টির শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখি সহায়তা দিচ্ছে। শোকের মাসে আসুন দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিনত করি।
অনুষ্ঠানে ৩৫ জন দলিত, হরিজন ও বেদে ব্যক্তিদের বিশেষ ভাতা, ৬২ জন দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক, ১৩ জন হিজড়াকে ভাতা, ১ জন হিজড়া শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২’শ ৪৫ জন প্রতিবন্ধিকে শিক্ষা উপবৃত্তি ও ৩৭ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুুদ্র ঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান।